আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি: সাদিক কায়েম


আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি। আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া। আপনাদের দায়িত্ব প্রশ্ন করা।’

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বার্তা দেন। একইসঙ্গে নতুন জিএস এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খানের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন।

আমজাদ হোসেন হৃদয় নামের একজন লিখেছেন, “শুভেচ্ছা আপনাদের। অতীত-বর্তমান-ভবিষ্যৎ সব জায়গায় ডাকসুতে এই অর্জন আপনাদের শীর্ষে থাকবে। আশাকরি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। একইসঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের নিয়েই কাজ করবেন।”

মাকামে মাহমুদ মন্তব্য করেছেন, “আশা করি, ঢাবির শিক্ষার্থীরা তাদের নির্বাচিত ভিপিকে সর্বদা যেকোনো যৌক্তিক কাজে পাশে পাবে। আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।”

মোবারক হোসাইন লিখেছেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশ্ন ও সমালোচনা করেই যাব। আপনাদের শান্তি নেই। ইশতেহার কালেক্ট করে রাখছি, সামনে কঠিন ধরা দেব শিবির নেতাদের।”

রায়হান সবুজ তার প্রত্যাশা প্রকাশ করে লিখেছেন, “আপনারা যেন জাতির এই আমানতকে রক্ষা করতে পারেন।”

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসুর ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×