ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন: উমামা ফাতেমা


ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নির্বাচন বয়কট করেছেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা। মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান।

পোস্টে উমামা লেখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

এই মন্তব্যের ঠিক এক ঘণ্টা আগে, রাত ২টা ৩০ মিনিটে তিনি আরেকটি পোস্টে লেখেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখতেছেন?!”

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমার এই মন্তব্য তখন এসেছে যখন ডাকসুর পাঁচটি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। সে সময়ের প্রাপ্ত ফল অনুযায়ী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পান ৭০৭৬ ভোট। তার কাছাকাছি অবস্থানে থাকা ছাত্রদল-সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পান ১৭৮৯ ভোট। উমামা ফাতেমা পেয়েছেন ১৩১৬ ভোট।

নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্য প্রার্থীরাও। ছাত্রদল-সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×