জিয়া হলেও শিবির প্রার্থী সাদিকের কাছে হেরেছেন ছাত্রদলের প্রার্থী আবিদ


জিয়া হলেও শিবির প্রার্থী সাদিকের কাছে হেরেছেন ছাত্রদলের প্রার্থী আবিদ

ছয় বছর পর বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতৃত্বের নতুন চেহারা পাওয়া গেল। সদ্য ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে জয় পেয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম, আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ।

সর্বমোট ১৮টি হলের ফল বিশ্লেষণ করে জানা যায়, সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা অর্জন করেন ২ হাজার ৫৪৯টি ভোট। অন্যদিকে, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রতিনিধি আব্দুল কাদের পান ৬৬৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ১ হাজার ৮১৫টি ভোট।

এর মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলেও সাদিক কায়েমের কাছে হেরেছেন ছাত্রদলের প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

এই হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৬৭৪ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম পেয়েছেন ২৪৮ ভোট। এ ছাড়া উমামা ফাতেমা ১৫১; আবদুল কাদের ৭০; শামীম হোসেন ১৩১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট ৩৯ হাজার ৭৭৫। এর মধ্যে ছাত্র ছিলেন ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×