অভিনব পন্থায় ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে: উমামা ফাতেমা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৪ এম, ১০ সেপ্টেম্বর ২০২৫
 
                                ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। নির্বাচনে ‘অভিনব কারচুপির’ অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ভোটপ্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
উমামা লেখেন, "কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে।"
তিনি আরও বলেন, "নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কি পরিমাণ বেঈমানি করেছে জাতির সঙ্গে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।"
এ ছাড়াও, আগের এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে লিখেছেন, "বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিলো ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।"
উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২০ হাজার ৯১৫ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার ছিলেন।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    