৯ হলের ফল ঘোষণা: সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪


৯ হলের ফল ঘোষণা: সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নয়টি হলের ফলাফল ঘোষণার পর ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম পেয়েছেন মোট ৯,৭৫৭ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪,০৬৪ ভোট।

যেসব হলের ফল ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো: রোকেয়া হল,এস এম হল (শেখ মুজিবুর রহমান হল), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল,জগন্নাথ হল,শহীদুল্লাহ হল,কার্জন হল,ফজলুল হক মুসলিম হল,অমর একুশে হল,সুফিয়া কামাল হল

ফল ঘোষণা শুরু হয় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টা থেকে, যেখানে প্রতিটি হলে ভোট গণনার পর আলাদাভাবে ফল প্রকাশ করা হয়।

এবারের ডাকসু নির্বাচন ছিল বহু প্রতীক্ষিত। ছয় বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং ফলাফলের দিকে রয়েছে সবার নজর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×