মধ্যরাতে আবিদের পোস্ট, ‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৪৯ এম, ১০ সেপ্টেম্বর ২০২৫
 
                                ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের মধ্যেই কারচুপির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ভিপি পদে ছাত্রদল-সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবিদুল লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
পোস্টটি দেওয়ার সময় পর্যন্ত ডাকসুর পাঁচটি হলের ভোট গণনা শেষ হয়েছিল। এই পর্বে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ৭,০৭৬ ভোট, যেখানে আবিদুল ইসলাম খান পেয়েছেন ১,৭৮৯ ভোট।
এর কিছুক্ষণ আগে, রাত পৌনে ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভোট গণনার ফলাফল আলাদাভাবে ঘোষণা করা শুরু হয়।
ছয় বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে এবারের পরিবেশ ছিল ব্যতিক্রম। ‘মিনি পার্লামেন্ট’ নামে পরিচিত এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।
ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে ১ জন, এবং এজিএস পদে ৪ জন।
মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন। এদের মধ্যে ২০,৮৭৩ জন ছিলেন ছাত্র এবং ১৮,৯০২ জন ছাত্রী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে এই নির্বাচনে।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    