ডাকসু ভিপি পদে অমর একুশে ও সুফিয়া কামাল হলে এগিয়ে সাদিক কায়েম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:২৩ এম, ১০ সেপ্টেম্বর ২০২৫
 
                                ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হল এবং সুফিয়া কামাল হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম পেয়েছেন ১,৯১৪ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত মো. আবিদুল ইসলাম খানের প্রাপ্ত ৫৬৪ ভোটের তুলনায় অনেক বেশি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টা থেকে হলভিত্তিক ফল ঘোষণা শুরু হয়।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে এবার ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। 'মিনি পার্লামেন্ট' নামে পরিচিত এই নির্বাচনে অংশ নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৬২ জন ছিলেন নারী প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ছিলেন ২০,৮৭৩ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    