শাহবাগে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও শিবির সমর্থকরা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৪৪ এম, ১০ সেপ্টেম্বর ২০২৫
 
                                ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রেক্ষিতে শাহবাগ এলাকায় মঙ্গলবার বিকাল থেকে ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নেন। রাত সাড়ে ১১টার পর থেকে তারা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে স্লোগান দিতে শুরু করে এবং মিছিল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখে রাস্তার দুইপাশে ছাত্রশিবির ও ছাত্রদলের সমর্থকরা জড়ো হয়ে নিজেদের প্যানেলের জন্য শ্লোগান দেন। ছাত্রশিবিরের কর্মীরা বিশেষ করে সাদিক কায়েমের নাম উল্লেখ করে স্লোগান দেয়, আর ছাত্রদলের সমর্থকরা দলীয় এবং নিজেদের প্রার্থীর পক্ষে আওয়াজ তুলেন।
এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের ফলাফলের কারণে সৃষ্ট উত্তেজনা প্রশমনের জন্য অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে আলাপচারিতা করেন। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও দুই দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলেন।
সরকার উভয় পক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগত প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলেছে।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    