ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, বড় অসঙ্গতি দেখা যায়নি: শিক্ষক নেটওয়ার্ক


ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, বড় অসঙ্গতি দেখা যায়নি: শিক্ষক নেটওয়ার্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা। একই সঙ্গে, নির্বাচনে এখন পর্যন্ত বড় কোনো অসঙ্গতি দেখা যায়নি বলেও জানিয়েছেন অধ্যাপক গীতি আরা নাসরিন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল এসব মন্তব্য করেন।

অধ্যাপক সামিনা লুৎফা জানান, অনেক ভোটার ভোট দিয়ে বুথের কলম নিয়ে চলে গেছে, পরে বলপয়েন্ট দিয়ে ভোট দিয়েছেন তারা। তিনি প্রশ্ন তুলেন, “এসব ব্যালট মেশিন যদি রিড করতে না পারে তাহলে দায় কারের?”

নির্বাচন অংশগ্রহণমূলক হলেও এখন পর্যন্ত নির্বাচনের বিষয়ে সম্পূর্ণ মূল্যায়ন করার সময় হয়নি বলে জানান তিনি। পাশাপাশি নানান গুজব-অস্থিরতা থাকার কথা উল্লেখ করেন। প্রশাসনের কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার ঘটনাও দেখা গেছে। তথ্যের গ্যাপ এবং ভুল বোঝাবুঝিও ছিল। অনেক প্রার্থী যথেষ্ট পোলিং এজেন্ট পাননি, কেউ কেউ দেরিতে পাস পেয়েছেন, আবার কেউ কেউ আবেদন করেও পাস পাননি। এসব কিছু ঘাটতি ছিল।

অধ্যাপক সামিনা আরও বলেন, দুটি হলের কেন্দ্রে দায়িত্ব পালনকারীরা সমানভাবে দায়িত্ব পালন করেননি। কিছু কিছু জায়গায় অস্বচ্ছতা দেখা গেছে। দুই কেন্দ্রে ভোটগ্রহণের গতি ধীর ছিল। বিশেষ করে রোকেয়া হলে সহকারী প্রক্টরের সঙ্গে ছাত্রদলের বাকবিতণ্ডার কারণে ভোটগ্রহণ কমে যায়, অনেক ভোটার আসেনি।

তিনি যোগ করেন, অনেক কেন্দ্রে প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, কারণ গেটকিপারদের কাছে যথাযথ তথ্য পৌঁছায়নি। এ ধরনের অব্যবস্থাপনা না থাকলে তারা আরও ভরসা নিয়ে নির্বাচনটিকে ভালো বলতে পারতেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×