ডাকসু নির্বাচন
ভোট গণনায় অনিয়ম বরদাস্ত করা হবে না: মেঘমল্লার বসু
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:১২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
 
                                ডাকসু নির্বাচনে ভোট গণনার সময় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, তিনি তার ফেসবুক আইডি থেকে একটি লাইভে এসে এসব কথা বলেন।
মেঘমল্লার বসু বলেন, ‘‘আজ ডাকসুর নির্বাচনের দিন ছিল। আজকের নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন। কিছু বিষয়ের উল্লেখ করা খুব জরুরি। আজকের নির্বাচন ঘিরে নানা রকম অনিয়ম এবং কারচুপির ঘটনা ঘটেছে, যেগুলো আপনাদের দৃষ্টিগোচর হয়েছে।’’
তিনি অভিযোগ করেন, ‘‘অমর একুশে হলে ব্যালট আগে থেকেই ভরাট করে বাক্সে ঢোকানো হয়েছে। রোকেয়া হলে ভিপি এবং জিএস পদে এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নাম বসিয়ে ব্যালট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। শহিদুল্লাহ হলে শিবিরের পূরণ করা ভোটার তালিকা ভোটকেন্দ্রে আগেই রেখে দেওয়া হয়েছে।’’
মেঘমল্লার আরও বলেন, ‘‘আমরা ভুয়া ভোটারের উপস্থিতিও লক্ষ্য করেছি। আমাদের প্রতিরোধ পর্ষদের প্রার্থীদের এবং অন্যান্যদের ন্যায্য প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, জ্যামিং ও ব্লকেডের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। এতে নির্বাচনের অনিয়ম ও কারচুপির বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে উঠেছে।’’
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘‘আমি ধন্যবাদ জানাতে চাই আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীদের, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে ব্যাপকভাবে ভোট দিয়েছেন। আমরা একটি হাই টার্নআউটের নির্বাচন দেখেছি, যা অত্যন্ত আশাব্যঞ্জক। ভোটের ফলাফল যাই হোক না কেন, আমরা সেটিকে আমাদের বিজয় হিসেবে বিবেচনা করতে চাই।’’
তবে তিনি অভিযোগ করে বলেন, ‘‘ভোট গণনা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বিভিন্ন কেন্দ্রে সাদিক কায়েম এবং শিবিরের প্রার্থীদের উপস্থিতি দেখা গেছে। কোথাও কোথাও এলইডি লাইট নষ্ট হয়ে গেছে, যেটিকে টেকনিক্যাল ফল্ট বলা হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘আমরা এখনও খবর পাচ্ছি যে ভোট গণনার নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, ভোট কাউন্টিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, তাদের প্রতি শিক্ষার্থীদের মনোভাব ইতিবাচক নয়।’’
মেঘমল্লার বসু বলেন, ‘‘হারি বা জিতি, আমরা কে কত ভোট পেলাম তা জানার অধিকার আমাদের রয়েছে। তাই সব মত-পার্থক্যের ঊর্ধ্বে উঠে সুষ্ঠুভাবে ভোট গণনা নিশ্চিত করতে হবে এবং এ কাজেই আমাদের সক্রিয় থাকতে হবে।’’
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    