থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
 
                                দিনভর বিচ্ছিন্ন কিছু ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। তবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল ঘোষণার আগে থেকেই ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের দোয়েল চত্বর, শাহবাগ, নিউ মার্কেট ও নীলক্ষেত ঘিরে অবস্থান নিতে শুরু করেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী নেয় বাড়তি সতর্কতা।
বিকেল গড়াতেই ফলাফল ঘোষণার অপেক্ষায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জড়ো হন জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করে থমথমে অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ মোড়, টিএসসি, দোয়েল চত্বর ও নীলক্ষেতজুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।
অন্যদিকে, ভোট কারচুপির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় তারা ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম রাত ৮টার দিকে সাংবাদিকদের জানান, “ফলাফলকে ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সন্ধ্যার পর থেকে ক্যাম্পাস এলাকায় সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    