আমার অফিসে মির্জা আব্বাস আসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: ঢাবি ট্রেজারার


আমার অফিসে মির্জা আব্বাস আসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: ঢাবি ট্রেজারার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এমন অভিযোগ উত্থাপন করেছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার।

তবে অভিযোগকে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমি বলতে চাই, যে এই অভিযোগ করেছে, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কারণ, আমার সম্পর্কে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অফিস সিসি ক্যামেরার আওতায় রয়েছে। তাই প্রমাণ বের করে যিনি মিথ্যা তথ্য দিয়েছেন, তার শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×