মির্জা আব্বাস ঢাবিতে প্রবেশ করেছেন কেন, এটাই বড় প্রশ্ন: আবু বাকের


মির্জা আব্বাস ঢাবিতে প্রবেশ করেছেন কেন, এটাই বড় প্রশ্ন: আবু বাকের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।

আবু বাকের মজুমদার বলেন, “মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। কিন্তু তিনি আজ এখানে প্রবেশ করায় দেশবাসীর কাছে ভিন্ন বার্তা যাচ্ছে। ক্যাম্পাসে তাঁর প্রবেশ করার কোনো অধিকার নেই। তবুও কেন তিনি প্রবেশ করেছেন, সেটিই এখন বড় প্রশ্ন।”

তিনি আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের আশপাশে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী জড়ো হয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, মির্জা আব্বাস নিজেই কি তাঁদের নিয়ে এসেছেন কিনা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×