আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে: আবিদুল


আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে: আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তাঁর অভিযোগ, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার পর জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা যখনই কোনো কেন্দ্রে গিয়েছি, আমাদের বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের সময় নষ্ট করানো হয়েছে।”

আবিদুল আরও অভিযোগ করে বলেন, “রোকেয়া হলের এক মেয়ে ভোটকেন্দ্র থেকে বের হয়ে আমাদের কাছে অভিযোগ করেন, ভাই আমাদের যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে আগে থেকেই সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল। শুধু রোকেয়া হলে নয়, অমর একুশে হলেও একই ঘটনা ঘটেছে।”

তিনি যোগ করেন, “যেহেতু দুই কেন্দ্রে এর প্রমাণ পেয়েছি, সেহেতু অন্য জায়গাতেও এমন হতে পারে। কত ব্যালটে এভাবে চিহ্ন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

ভোট গণনায় কারচুপির চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সমর্থিত এই প্রার্থী বলেন, “ব্যালট নম্বর দেওয়ার কারণে এক ছাত্রীর ছাত্রত্ব কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কিন্তু যদি গণনার সময় কারসাজি হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তা প্রতিহত করবে।”

প্রসঙ্গত, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০ বুথে শিক্ষার্থীরা ভোট দেন। মোট ১৪টি মেশিনে ব্যালট গণনা শুরু হয়েছে, যার মধ্যে কিছু মেশিন ঘণ্টায় ৫ হাজার এবং কিছু মেশিন ৮ হাজার ব্যালট স্ক্যান করার সক্ষমতা রাখে।

ঢাবির সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে। এবার ডাকসুতে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন—এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৬২ জন ছাত্রী। এছাড়া ১৮টি হলে মোট ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন আরও ১ হাজার ৩৫ প্রার্থী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×