ঢাবিতে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে বিতর্ক, উমামা প্যানেলের বিক্ষোভ


ঢাবিতে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে বিতর্ক, উমামা প্যানেলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। উমামা ফাতেমার প্যানেল ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ অভিযোগ করেছে যে, শিবিরের প্রার্থীদের কেন্দ্রের প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হলেও অন্যদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

এই অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে টিএসসি এলাকায় প্যানেলের বিভিন্ন প্রার্থী বিক্ষোভ করেন। তারা ‘শিবিরের নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দেন।

এর আগে উমামা ফাতেমা তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবির প্রমাণ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে। এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের প্রার্থীদের তালিকা, আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে, এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে রাখা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×