ডাকসুর ভোট গণনা হচ্ছে যেভাবে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৩১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
 
                                ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলেছে।
শিক্ষার্থীরা কার্জন হল, শারীরিক শিক্ষাকেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ—মোট আটটি কেন্দ্রের ৮১০টি বুথে তাদের ভোট দিয়েছেন। এখন ফলাফলের দিকে সবাই নজর রাখছেন।
দীর্ঘ ছয় বছরের বিরতির পর এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার রয়েছেন ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০,৯১৫ জন।
ভোটাররা ৬ পৃষ্ঠার ওএমআর শিট ব্যবহার করে সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের পছন্দের প্রার্থী বেছে নিয়েছেন। ভোট গণনার জন্য মোট ১৪টি মেশিন ব্যবহৃত হচ্ছে। প্রতিটি মেশিন ঘণ্টায় ৫ হাজার ব্যালট স্ক্যান করতে সক্ষম; কিছু মেশিনের সক্ষমতা ঘণ্টায় ৮ হাজার পাতা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের সামনে ভোট গণনার ফলাফল সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শিত হবে, যাতে শিক্ষার্থীরা তা বাস্তবে দেখতে পারেন।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    