শিবির নেতাকর্মীদের দেখে ‘রাজাকার’ স্লোগান ছাত্রদল কর্মীদের


শিবির নেতাকর্মীদের দেখে ‘রাজাকার’ স্লোগান ছাত্রদল কর্মীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার আগে ক্যাম্পাসে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থকরা ‘রাজাকার, রাজাকার’ এবং ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ স্লোগান দিতে দেখা যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ভোট প্রদানের লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল কর্মীদের এই স্লোগান দিতে দেখা গেছে।

ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে।”

তিনি আরও বলেন, “শিবিরকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×