ইতালিতে চার দিনে মুন্সীগঞ্জের ৩ প্রবাসীর মৃত্যু


ইতালিতে চার দিনে মুন্সীগঞ্জের ৩ প্রবাসীর মৃত্যু

ইতালিতে মাত্র একদিনে দুই মুন্সীগঞ্জ প্রবাসীর মৃত্যু ঘটেছে। এই ঘটনার মাধ্যমে চলতি সপ্তাহে চার দিনের মধ্যে তিন মুন্সীগঞ্জের প্রবাসী মারা গেলেন।

শুক্রবার (৩১ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সন্তান, ২৩ বছর বয়সী সাকিবুল ইসলাম ইতালিতে মারা গেছেন। স্থানীয় সময় রাত ১১টার দিকে তিনি কালাব্রিয়া অঞ্চলের ক্রোতোনে ঘুমের মধ্যে স্ট্রোকের কারণে জীবনের সঙ্গে বিদায় নিয়েছেন।

এদিন আরও একজন প্রবাসী, মুন্সীগঞ্জ সদর উপজেলার মামাসার গ্রামের দেলোয়ার হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছেন। ২০০৭ সাল থেকে তিনি ইতালির নাপলি শহরে বসবাস করছিলেন। কোভিড-১৯ পরবর্তী সময়ে তিনি প্যারালাইজড হয়ে পড়েছিলেন। তার স্ত্রী, ছেলে ও মেয়ে নাপলিতেই তার সঙ্গে ছিলেন। বুধবার সন্ধ্যায় নাপলির বাইতুল ফালাহ ইসলামিক কালচারাল সেন্টারে তার জানাজা সম্পন্ন হয়।

মৃত দেলোয়ারের এলাকার স্থানীয় বজ্রযোগিনী ইউপি সদস্য আনোয়ার হোসেন এমরান বলেন, "দেলোয়ার স্ত্রী-সন্তানসহ ইতালিতে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ ইতালি প্রবাসী ছিলেন। শুক্রবার দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন।"

এর আগে, ২৮ অক্টোবর ইতালির রোম শহরে টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের মো. ইকবাল দেওয়ান (৩৮) মারা যান। মঙ্গলবার সকালে মেট্রোরেলে কাজে যাওয়ার পথে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সানজুবানি হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইকবালের মৃত্যু হয়েছে।

ইতালির রোমে বসবাসরত প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইকবালের স্ত্রী মিম বলেন, "৩ বছর আগে আমার স্বামী ইতালিতে যায় পুরো টাকা ঋণ করে। এর মধ্যে মাত্র ৬ মাস আগে বৈধ হয়েছে। আগে অবৈধ থাকায় সেভাবে কাজ করতে পারেনি। এখনও ১০/১২ লাখ টাকার ওপরে ঋণ আছে। দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। ইকবালরা চার ভাই, চার বোন। দুই ভাই আগেই মারা গেছে, অপর যে ভাই জীবিত আছে উনি কৃষিকাজ করে খায়। বোনদের অবস্থাও ভালো না। আমার তিন সন্তানের মধ্যে বড়টা ক্লাস থ্রিতে পড়ে, ওদের বাবা মারা গেছে এটা ওরা এখনও সেভাবে বোঝে না। আমরা সবাই ওর মরদেহ পাওয়ার অপেক্ষায় আছি। আমাদের ওখান থেকে বলা হয়েছে আগামী মঙ্গলবার জানানো হবে কবে মরদেহ আসবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×