পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না: আবিদ


পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ভোটাধিকার প্রয়োগ করলেও পরিস্থিতি তার কাছে সুবিধাজনক মনে হয়নি। তার দাবি, নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম ঘটছে, যা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশকে ব্যাহত করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদ এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক-স্বাধীনতাকে হরণের অপচেষ্টা চলছে।” অভিযোগ তুলে আবিদ জানান, দুপুরে অমর একুশে হল ও রোকেয়া হলে শিক্ষার্থীদের হাতে আগে থেকেই পূরণকৃত ব্যালট সরবরাহ করা হয়েছে এবং তিনি এ ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তার অভিযোগ, এসব অনিয়ম সত্ত্বেও নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

ভিপি প্রার্থী আরও বলেন, ডাকসুর নির্বাচনী আচরণবিধিতে প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকলেও তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো কিছু প্রকাশের আগে যাচাই-বাছাই করতে হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×