হুইল চেয়ারে বসে ভোট কেন্দ্রে মেঘমল্লার বসু
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৫৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে পৌঁছেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি একজন সহযোগীর সাহায্যে হুইলচেয়ারে কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন।
কেন্দ্রে পৌঁছে তিনি বলেন, সকাল থেকেই বড় দলগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। তবুও সব কিছু মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। তিনি সকল ভোটারকে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানান।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়ছেন।
বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বন্ধ রাখা হবে। এটি বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।