সংবাদ মাধ্যমের কাছে আবিদুলের যে অভিযোগ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:২৫ এম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালেই আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠতে শুরু করেছে। ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় প্রার্থীদের জন্য কোনো পরিচয়পত্রের ব্যবস্থা না করায় তিনি মেয়েদের হলে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারছেন না।
মঙ্গলবার সকালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পাশে শামসুন নাহার হলের ভোটকেন্দ্রের সামনে তাকে দেখা যায়। সেখানে উপস্থিত কিছু শিক্ষার্থী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শুধু প্রার্থীই নন, ছাত্রদল প্যানেলের কয়েকজন কর্মীকেও লিফলেট বিতরণ করতে দেখা গেছে। তাদের প্রশ্ন করলে জানান, শিক্ষার্থীরা যেন সহজে ব্যালট নম্বর মনে রাখতে পারেন, সেজন্যই তারা লিফলেট দিচ্ছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সাংবাদিকদের বলেন, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানতাম না, খোঁজ নিয়ে দেখছি।
পরে জগন্নাথ হলের ভোটকেন্দ্রে গিয়ে তিনি জানান, সেখানে যাওয়ার পর আর কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। একইসঙ্গে স্পষ্ট করেন, আর কোনো প্রার্থীকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।