সকাল থেকে কেন্দ্র পরিদর্শনে ব্যস্ত ভিপি প্রার্থীরা


সকাল থেকে কেন্দ্র পরিদর্শনে ব্যস্ত ভিপি প্রার্থীরা

প্রায় ছয় বছর পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সকাল থেকে ক্যাম্পাসে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন, পাশাপাশি প্রার্থীদের কেন্দ্র পরিদর্শনের ব্যস্ততা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে প্রথমে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অল্প কিছুক্ষণ পর সেখানে পৌঁছান ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)।

পরিদর্শন শেষে সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা শিক্ষার্থীদের বলবো আপনারা আসুন, ভোট দিন, পছন্দের প্রার্থীকে নির্বাচন করুন। আমরা এখনও পর্যন্ত অবজার্ভ করছি।

আচরণবিধি প্রসঙ্গে তিনি যোগ করেন, আমরা আচরণবিধি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা প্রশাসনের কাছে আশা রাখবো যারা আচরণবিধি ভঙ্গ করবে প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এরপর আবিদুল ইসলাম খান যান টিএসসি ভোটকেন্দ্রে। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

অন্যদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও সকাল সোয়া ৮টার দিকে টিএসসি কেন্দ্রে যান।

তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের শঙ্কা দেখছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। আশা করি, তারা যোগ্য প্রার্থী বেছে নেবেন। এ সময় তিনি নিজের পক্ষে ভোট চেয়ে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×