ডাকসুতে ছাত্রলীগ সমর্থিত প্যানেলে থাকার অভিযোগ রয়েছে যাদের উপর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থীর বিরুদ্ধে ছাত্রলীগ-আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে থাকার অভিযোগ উঠেছে।
সোমবার গণমাধ্যমের হাতে আসা কিছু বার্তার স্ক্রিনশট ঘিরে এসব অভিযোগ নতুন করে সামনে আসে। একটি স্ক্রিনশটে দেখা যায়, মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ড. আকম জামাল উদ্দিন নিজেই নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বার্তা ফরোয়ার্ড করেছেন। ওই বার্তায় প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর উল্লেখ করে তাদের পক্ষে ভোট চাওয়া হয়েছে।
উক্ত বার্তায় যাদের ছাত্রলীগ-আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন: ভিপি পদে শামীম হোসেন, জিএস পদে আরাফাত চৌধুরী, এজিএস পদে জাবির আহমেদ জুবেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মমিনুল ইসলাম বিধান, আন্তর্জাতিক সম্পাদক পদে শাকিব মাহমুদ।
এছাড়া ছাত্র পরিবহন সম্পাদক পদে রাজিন হোসেন বা রাফিজ খানের নামও বার্তায় উল্লেখ করা হয়েছে। সমাজসেবা সম্পাদক পদে আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে রিয়াজ মাতুব্বর, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আয়ান আব্দুল্লাহ, নূমান আহমাদ চৌধুরী, বি এম ফাহমিদা আলম, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুর্মী চাকমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে লানজু খান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম ফারহান, মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলী, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জান্নাতুন নাহার এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মাহামুদ হাসানকে ভোট দেওয়ার অনুরোধ করা হয়েছে এমনটি দেখা গেছে বার্তায়।
সদস্য পদপ্রার্থী হিসেবে যাদের নাম রয়েছে, তারা হলেন: আনিয়া আক্তার, আবিদ আব্দুল্লাহ, উপাইমং পৃথিং, এস. এম. তামিম বিন অপূর্ব, ওয়াকার রহমান সৌরভ, মাহবুবুর রহমান, আব্দুল কাদির জিলানী, আরিফুল ইসলাম রনি, জাহিদ হাসান, তাফসিরুল ইসলাম তুশিন, নাইমুর রহমান দূর্জয়, নেওয়াজ শরীফ (আরমান), হাসীব আল হাসান এবং সোমানন্দ বড়ুয়া সৌরভ।
এর আগে থেকেই ডাকসু নির্বাচনে ছাত্রলীগের গোপন সমর্থন নিয়ে নানা গুঞ্জন চলছিল। অভিযুক্ত প্রার্থীদের অনেকেই আগেই সন্দেহের তালিকায় ছিলেন। সাম্প্রতিক স্ক্রিনশট ফাঁসের ঘটনায় অভিযোগগুলো নতুন করে জোরালোভাবে সামনে এসেছে।