সকালে ঘুম থেকে উঠে দেখি ফেসবুক আইডি উধাও: ভিপি প্রার্থী আবিদুল
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জানান, তার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। তিনি বলেন, আগেই সাইবার আক্রমণের শঙ্কা করেছিলাম। আজ সেই শঙ্কা সত্য হলো। সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার প্রস্তুতি নিতেই দেখলাম আমার ফেসবুক আইডি বন্ধ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রথমবার আইডি ডিজেবল হওয়ায় বিভিন্ন প্রমাণ উপস্থাপন করে আপিল করার পর তা ফিরে আসে। এরপর তিনি শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য একটি পোস্ট করেছিলেন। কিন্তু প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই আইডি আবার ডিজেবল করা হয়। তিনি বললেন, আপিল করেছি, তবে নির্বাচনের আগে আইডি ফিরবে কি না, তা জানি না।
আবিদুল ইসলাম অভিযোগ করেছেন, তার ফেসবুক আইডির মাধ্যমে তারা নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন, যা অনেক শিক্ষার্থী পর্যন্ত পৌঁছছিল। রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এই সাইবার আক্রমণ চালিয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। ৫ আগস্টের পর সুস্থ রাজনীতির চর্চার চেষ্টা করলেও এখন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না এবং মতপ্রকাশকে ভয় পায়।
এসময় জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, আগে দেশের পক্ষে কথা বললে মানুষকে গুম করা হতো, এখন সাইবার আক্রমণ করা হচ্ছে। যারা এই সাইবার আক্রমণ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ভোটাররা আগামীকাল ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নেবেন।