ছাত্রদলের প্যানেলকে ভিপি প্রার্থী সমর্থন জানিয়ে সরে গেলেন


ছাত্রদলের প্যানেলকে ভিপি প্রার্থী সমর্থন জানিয়ে সরে গেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক ভিপি প্রার্থী।

রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মাসুম বিল্লাল, যিনি ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল সংসদে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাল বলেন, “আমি মাসুম বিল্লাল। আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছি। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। আমি জানি কর্মীর চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রেখে আমি ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী মো. আসিকুর রহমান আশিককে সম্পূর্ণ সমর্থন জানিয়েছি।”

এদিকে, এর আগে ছাত্রদলের ভিপি প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ানোর ঘোষণার মতো আরও একাধিক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

জিএস পদের প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর, জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকেও প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান।

শনিবার (৬ সেপ্টেম্বর) আরিয়ান তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই পদের প্রার্থী, তার বিভাগের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে “নৈতিক সমর্থন” জানিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তিনি লেখেন, “আমার শরীরও ভালো নেই, পাঁচ দিন ধরে এক প্রকার বেডে পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে!”

আরও লেখেন, “আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি, ক্লাবের মাধ্যমে আমার একটা সুযোগ আছে কিছু দিয়ে যাওয়ার। শিক্ষার্থীদের পাশাপাশি আমার অরাজনৈতিক টার্মটাও এখানে বেশি রেলিভেন্ট ডাকসু থেকে। আর রাজনীতিতে চলমান ভাঙা-গড়ার দ্বন্দ্বে আমি একদম আর সামনে এগোতে চাচ্ছি না। ক্লাবের সবার আসলে আমার প্রতি একটা তীব্র আশা-আকাঙক্ষার জায়গা আছে, তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই!”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×