ডাকসু নির্বাচন

স্বাধীনতাবিরোধীরা একটি পদেও জিততে পারবে না: মেঘমল্লার


স্বাধীনতাবিরোধীরা একটি পদেও জিততে পারবে না: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু অনাবাসিক শিক্ষার্থীদের ভোট প্রদানের গুরুত্বে জোর দিয়েছেন। তিনি বলেন, অনাবাসিকরা ভোট না দিলে স্বাধীনতাবিরোধীরা কোনো পদে জিততে পারবে না।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, তবে প্লিজ ৯ তারিখে ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে এলেই গোটা সমীকরণ বদলে যাবে। এখানে স্বাধীনতাবিরোধীরা কোনো পদেও জিততে পারবে না। শুধু আপনারা উপস্থিত থাকুন এবং ভোটটা দিয়ে যান।

তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, যারা আমাকে ভোট দেবেন না তারা তো দেবেই না, তাদের নতুন করে কিছু বলার নেই। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাকে পছন্দ করেন কিন্তু ভাবছেন, নির্বাচিত হলে আমি কি তাদের কাছে পৌঁছাতে পারব? শেষ পাঁচ দিন আমি চেষ্টা করেছি যেন প্রতিটি মানুষ পর্যন্ত পৌঁছাতে পারি। শারীরিক কারণে কিছুটা ব্যর্থতা হয়েছে, তার জন্য আমি দায় নিচ্ছি। তবে মনে রাখবেন, এটি ভোট থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে না।

মেঘমল্লার বসু আরও বলেন, আজ প্রচারণার শেষ দিন। এই অদ্ভুত সময়ে প্রচারণা শেষ করছি। আমার উপস্থিতি যদি সহযোদ্ধাদের মনে প্রেরণা যোগায়, এটিই আমার প্রকৃত অর্জন হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×