‘জমিদারের বংশ’ দাবি করে বক্তব্য দেওয়া জামায়াত নেতাকে শোকজ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:৩৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের সেকশন কর্মকর্তা সিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখা দিতে বলা হয়।
সাম্প্রতিক এক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই শোকজ জারি করা হয়েছে। ওই খবরে সিরাজুল ইসলামের দেওয়া বক্তব্য উল্লেখ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে আয়োজিত এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর হাটহাজারী আসনের সম্ভাব্য প্রার্থী ও চবির ব্যক্তিগত নথি শাখার সেকশন কর্মকর্তা সিরাজুল বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।”
তার এই বক্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তাকে ব্যাখ্যার নির্দেশ দেয়।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট মধ্যরাত থেকে পরদিন বিকেল ৩টা পর্যন্ত চবির শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।