জাকসু নির্বাচনে বৈচিত্র্যময় প্রার্থী: অংশ নিচ্ছেন দম্পতি, বিশেষ চাহিদাসম্পন্ন ও বিদেশি শিক্ষার্থী


জাকসু নির্বাচনে বৈচিত্র্যময় প্রার্থী: অংশ নিচ্ছেন দম্পতি, বিশেষ চাহিদাসম্পন্ন ও বিদেশি শিক্ষার্থী

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। বহুল আলোচিত এ নির্বাচনে অংশ নিচ্ছেন নানা বৈচিত্র্যময় প্রার্থী—দম্পতি, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, এমনকি একজন বিদেশি শিক্ষার্থীও।

‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলাম এবং ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নিগার সুলতানা। দম্পতির মধ্যে তারিকুল কার্যকরী সদস্য পদে এবং নিগার সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে লড়বেন।

তারিকুল বলেন, “আমরা দুজনই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সম্মিলিত স্বার্থকে এগিয়ে নেওয়াই হবে আমাদের লক্ষ্য।”

এবারের নির্বাচনে বিশেষ চাহিদাসম্পন্ন কয়েকজন শিক্ষার্থীও মনোনয়ন জমা দিয়েছেন। বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সজীব চৌধুরী দৃষ্টিশক্তি হারালেও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার ভাষায়, “আমি মাদকমুক্ত হল ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

বাংলা বিভাগেরই আরেক শিক্ষার্থী আইরিন সুলতানা আঁখি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি কেন্দ্রীয় সংসদের সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার লক্ষ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই, অডিও, প্রতিলেখক এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের শহিদ সালাম বরকত হলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলিফ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকার ও রাজনীতি বিভাগের সাদ্দাম আলী এবং ইতিহাস বিভাগের জন্মান্ধ শিক্ষার্থী মহসীন আলীও নির্বাচনে অংশ নিচ্ছেন। মহসীন ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে একজন বিদেশি শিক্ষার্থীও মনোনয়ন জমা দিয়েছেন। নেপালের নাগরিক এবং ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তিনি। সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আপনাদের সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করবে। একমাত্র বিদেশি শিক্ষার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পেরে আমি সম্মানিত।”

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এতে অংশ নিচ্ছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×