
কক্সবাজারে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) নাম-ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে সক্রিয় হয়ে উঠেছে। পৃথক দুটি মোবাইল নম্বর দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করায় প্রশাসন ও পুলিশ দু’পক্ষ থেকেই জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার- দুই দিন ধরে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে এসব সতর্কতা প্রচার করে জনসাধারণকে সাবধান হতে অনুরোধ করে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে ‘ডিসি কক্সবাজার’ ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়, “জেলা প্রশাসক, কক্সবাজার-এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হলো।” সেখানে একটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায়- ০১৭৬৪৮৮৪৩৯০ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের নাম ও ছবি বসানো হয়েছে।
আজ বুধবার কক্সবাজার জেলা পুলিশের ফেসবুক পেজেও একই ধরনের সতর্কতা প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, “মোবাইল নম্বর ০১৮৬৪৯০১৭৬৫ ব্যবহার করে পুলিশ সুপার, কক্সবাজার জেলার নাম ও ছবির অপব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে, সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।” পোস্টে যুক্ত ছবিতেও দেখা যায়, ওই নম্বর দিয়ে এসপির ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কে বা কারা এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত, তা শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।