.png)
কুমিল্লায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়-উপদেষ্টা আসিফ মাহমুদ নাকি অনেকটা জোর করেই তাকে কুমিল্লার দায়িত্ব দিয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের ভাইরাল ১ মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে আব্দুল মতিন বলেন, “আমার চাকরি জীবনের প্রায় ২০ বছরের মতো আমি কুমিল্লার বাইরে চাকরি করেছি। ২০ বছর পরে এসে কুমিল্লা জেলায় চাকরি করার সুযোগ হয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক রকম জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার পরে আমি দেখলাম যে কুমিল্লা জেলায় এলজিইডিতে অনেক কাজ।”
তিনি আরও উল্লেখ করেন, “সাড়ে পনেরোশোর ওপরে কন্ট্রাক্ট। মানে সাড়ে পনেরোশো ঠিকাদার। তার মানে সাড়ে পনেরোশো রাস্তা বা ব্রিজ। কিন্তু কাজ হয় না। বেশিরভাগ কাজ বন্ধ। যেগুলো হয় কোয়ালিটি খারাপ। আমি একটা কমিউনিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তথ্য নেওয়া শুরু করলাম। কাজ খারাপ হইলে কী করা যায় করলাম। তিতাসের বাতাকান্দি ব্রিজ বানিয়ে ফেলেছে, কমপ্লিট ব্রিজ। আমি পরিদর্শন করতে গেলাম, গিয়ে দেখলাম যে ব্রিজের ঢালাই এর কাজ খারাপ হয়েছে, এই যে ব্রিজের ঢালাই কাজ হয়েছে আমি জানি না।”
জানা যায়, মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এই বক্তব্য দেন তিনি। উপস্থিত এক ব্যক্তি সেই বক্তব্য মোবাইলে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
বিষয়টি জানতে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার সরকারি নম্বরে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি একটি গণমাধ্যমে পাঠানো প্রতিবাদলিপি শেয়ার করেন। তবে ভাইরাল ভিডিও প্রসঙ্গে ঢাকা পোস্টকে তিনি কোনো মন্তব্য জানাননি।