
নির্বাচন কমিশন (ইসি) তারেক রহমানের দলকে নিবন্ধন না দেয়ার ফলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।
রোববার (৯ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “নির্বাচন কমিশন তিনটি দলকে নিবন্ধন দিয়েছে; একটি এনসিপি, অন্য দুটি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ আমজনগণ পার্টি।”
তিনি উল্লেখ করেন, “আমজনগণ পার্টির প্রতিষ্ঠাতা রফিকুল আমিন ডেস্টিনির মাধ্যমে বহু মানুষকে প্রতারিত করে শাস্তি পেয়েছেন, জেলেও ছিলেন। তিনি এখন রাজনীতি করতে পারেন, এটা তার অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একজনের দল বা কমিউনিস্ট পার্টি কীভাবে নিবন্ধন পেল?”
ডা. জাহেদ আরও বলেন, “আমি মনে করি না যে তারেকের দল ইসির সব শর্ত পূরণ করেছে। কারণ বর্তমান নিয়মে সেটা সহজ নয়। তবে প্রশ্ন হচ্ছে, এনসিপি বাদে বাকি দুটি দল কি সব শর্ত পূরণ করেছে? আমি নিশ্চিতভাবে বলতে পারি, করেনি। মাঠপর্যায়ের রিপোর্টগুলো তা-ই বলছে।”
কোন মানদণ্ডে অন্য দল দুটি নিবন্ধন পেয়েছে জানতে চেয়ে তিনি বলেন, “তাহলে তারা নিবন্ধন পেলে আমজনতার দল কেন পাবে না? নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে, কী মানদণ্ডে ওই দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। তাদের স্পষ্টভাবে জানাতে হবে, ওই দলগুলো সত্যিই কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করেছে কি না।”
ইসির স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের তথ্য দেওয়া হোক, তারা নিজেরা যাচাই করুক—১০০টা উপজেলা বা থানায় অফিস আছে কি না, ২২টা জেলায় কমিটি আছে কি না, ২০ হাজার সমর্থকের তথ্যভাণ্ডার জমা দিয়েছে কি না। এই প্রশ্নগুলোর উত্তর জনগণ জানতে চায়।”