বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে ড. ইউনূসের কোন ধারণা নেই: মাসুদ কামাল


বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে ড. ইউনূসের কোন ধারণা নেই: মাসুদ কামাল

আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তার মতে, ড. ইউনূস বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে যথেষ্ট অবগত নন।

সম্প্রতি জিটেও নামে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নেন ড. ইউনূস, যিনি “প্রধান উপদেষ্টা” পরিচয়ে সেখানে কথা বলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, একটি দলের পুরো জনগোষ্ঠীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করাটা কতটা গণতান্ত্রিক। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "দেখুন, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তারা এটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে যে তারা পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। তাই তারা ভেবেছে, এটা না করাই ভালো..."

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মাসুদ কামাল বলেন, “প্রধান উপদেষ্টা বলতে চাচ্ছেন; নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কারণ, তা না হলে তারা পুরো নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে। মানে নির্বাচন করতে দিলে আওয়ামী লীগ নির্বাচন বাধাগ্রস্ত করবে। আর নির্বাচন করতে না দিলে বাধাগ্রস্ত করবে না।”

তিনি আরও বলেন, বাংলাদেশে অতীতের নির্বাচনগুলো কীভাবে হয়েছে, সেটাই ড. ইউনূসের বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে। মাসুদ কামালের ভাষায়, “বাংলাদেশের ইতিহাস কী বলে? ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি ও জামায়াতে ইসলাম অংশ নেয়নি। তারা কি সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেনি? সেই নির্বাচনে কি সহিংসতা হয়নি?... ড. ইউনূসের এই বক্তব্য আমার কাছে পরিষ্কার না।”

সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক মেহেদি হাসান প্রশ্ন তোলেন: "আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছেন?" ড. ইউনূস জবাবে বলেন, "আমি লাখ লাখ বলব না। তাদের সমর্থক আছে। কিন্তু কতজন অবশিষ্ট আছে, তা আমি জানি না। কারণ, সমর্থক এমন একটি বিষয় যে আপনি খুব ক্ষমতাধর, আমি সব সময় আপনার সামনে মাথা নত করি, কারণ, আপনি ক্ষমতাধর। আমি একজন সমর্থক হয়ে তা করছি না।"

এই অংশটিও কটাক্ষ করেন মাসুদ কামাল। তিনি বলেন, “উনি (ড. ইউনূস) বলেছেন আওয়ামী লীগের সমর্থক লাখ লাখ হবে না। লাখ লাখ বলব না, তবে কিছু সমর্থক আছে - এ কথাটা উনি কী ভিত্তিতে বলেছেন আমি জানি না। আমি কেবল এটুকু বলব - বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে ড. ইউনূসের কোন ধারণা নেই। লাখ লাখ নয়, অনেক বেশি সমর্থক আওয়ামী লীগের আছে।”

তিনি বলেন, ড. ইউনূস সমর্থকের একটি ব্যাখ্যা দিয়েছেন, যেখানে ক্ষমতার কারণে মানুষের আনুগত্যকে সমর্থন হিসেবে ব্যাখ্যা না করার চেষ্টা করা হয়েছে। মাসুদ কামালের ভাষায়, “প্রধান উপদেষ্টা বলতে চাচ্ছেন, আমি যে আপনার সামনে মাথা নত করছি সেটা সমর্থক হিসেবে করছি না, বরং আপনি ক্ষমতাধর তাই আমি ভান করছি।”

এই প্রসঙ্গে তিনি সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাজার কথা টেনে বলেন, “মারা যাওয়ার পর নরসিংদীতে তার কোনো ক্ষমতা আছে? নাই! তার জানাজায় কত হাজার মানুষ হয়েছে দেখেছেন? তার জানাজায় এতো লোক হল কেন? তিনি কি এখনো ক্ষমতাধর? এরা কি মাথা নত করেছে ক্ষমতার ভয়ে?”

মাসুদ কামালের মতে, ড. ইউনূস এখানে বড় একটি ভুল করছেন। তিনি বলেন, “উনি বাঙালিদের চরিত্র বুঝতে পারেন নাই। বাঙালিরা ভয়ে কারো সমর্থন করে না, ভয়ে চুপ করে থাকে। যেমন হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন তার ভয়ে মানুষ চুপ করে ছিল। তার দলের লোকেরাও চুপ করে ছিল। বাঙালি ভালোবাসে মানুষকে, ভালোবাসে অসহায়কে, ভালোবাসে নির্যাতিতকে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×