
রাজধানীতে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও দুর্ঘটনার প্রেক্ষিতে মেট্রোরেলের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, বিভিন্ন স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে ইউনিট প্রধানদের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে দুটি পৃথক চিঠি জারি করা হয়েছে—একটি বিশেষ নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য, অন্যটি ডিএমটিসিএলের পুরো জনবলকে অন্তর্ভুক্ত করে।
তারা আরও জানান, মেট্রোরেলের সব অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে তালিকাভুক্ত। সাম্প্রতিক সময়ে রাজধানীতে নানা রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন চলমান থাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।