
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
বিসিবি সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা তার হৃদপিণ্ডে ব্লক শনাক্ত করার পর সন্ধ্যায় হার্টে রিং স্থাপন করেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ফারুক আহমেদের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকালই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। তবে অসুস্থতার কারণে ফারুক আহমেদ এই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর বিসিবির সভাপতির দায়িত্ব পান সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তবে চলতি বছরের মে মাসে তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিসিবির পরিচালক পদে জয়ী হয়ে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।