
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে জনসমাগমের মধ্যে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে আলিঙ্গন করে চুমু দেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে সরিয়ে নিলেও পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, গত মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ক্লাউদিয়া শেইনবাউম। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন। এ সময়ই ওই ব্যক্তি হঠাৎ ভিড়ের মধ্যে থেকে তার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং শরীরের কয়েকটি স্থানে স্পর্শ করার পর ঘাড়ে চুমু দিতে চেষ্টা করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, উপস্থিত নিরাপত্তারক্ষীরা শেইনবাউমকে ওই ব্যক্তির কাছ থেকে সরিয়ে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তি তখন নেশাগ্রস্ত মনে হচ্ছিল।
বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জানান, তিনি অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ওই ব্যক্তির অন্য নারীদেরও হয়রানি করার তথ্য পেয়েছেন। তিনি বলেন, “আমার দৃষ্টিভঙ্গি হলো, যদি আমি অভিযোগ দায়ের না করি, তাহলে মেক্সিকোর অন্য নারীদের কী হবে? তারা যদি প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে, তাহলে আমাদের দেশের অন্য নারীদের কী হবে?”
শেইনবাউম আরও জানান, তার তরুণ বয়সেও তিনি একই ধরনের হয়রানির শিকার হয়েছিলেন। প্রেসিডেন্ট বলেন, সরকার পর্যালোচনা করবে এমন আচরণ মেক্সিকোর সব রাজ্যে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় কি না। তার মতে, এই ধরনের কর্মকাণ্ড অবশ্যই অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
মেক্সিকোতে মোট ৩২টি ফেডারেল অঞ্চল রয়েছে, প্রতিটির নিজস্ব দণ্ডবিধি অনুসারে অপরাধের সংজ্ঞা ভিন্ন। ফলে শেইনবাউমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সব রাজ্যে আইনত শাস্তিযোগ্য নয়। তবু এ ঘটনাটি দেশজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।