
গাজা যুদ্ধবিরতি চুক্তি ও সংশ্লিষ্ট ইস্যু নিয়ে ইস্তাম্বুলে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে জানানো হয়, হামাসের জ্যেষ্ঠ আলোচক খলিল আল-হাইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি বুধবার তুরস্কে এই বৈঠকে অংশ নেয়।
হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনায় গাজা যুদ্ধবিরতি চুক্তির ইসরায়েলি লঙ্ঘন, বিশেষ করে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে গোলাবর্ষণ এবং ত্রাণ সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ‘পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়ক নেটওয়ার্ক ও বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনের জরুরি প্রয়োজন’ নিয়েও আলোচনা হয়েছে।
হামাস তুরস্ককে ধন্যবাদ জানিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আঙ্কারার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। সংগঠনটি ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামে তুর্কি সমর্থনের ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেছে।
গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও হামাস একটি শান্তি পরিকল্পনায় ঐকমত্যে পৌঁছেছে। চুক্তির প্রথম পর্যায়ে সব বন্দিকে মুক্তি দেওয়া হয় এবং ইসরায়েলি বাহিনীকে নির্দিষ্ট রেখার বাইরে সরিয়ে নেওয়া হয়। পরদিন, ১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় মানবিক সংকট অব্যাহত। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
চলতি বছরের মে মাসে আগের এক যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গাজায় পৃথকভাবে ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করে, যার ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষ আরও তীব্র আকার ধারণ করে।
এছাড়া, খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে শত শত মানুষ প্রাণ হারান, এবং পরবর্তী দুর্ভিক্ষে শিশুসহ আরও বহু মানুষের মৃত্যু ঘটে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, গাজা উপত্যকায় পরিচালিত অভিযানের জন্য ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।