
ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের আলোচনার মধ্যেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ তুলেছে কাবুল। বৃহস্পতিবার আফগান সেনাবাহিনীর এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।
আফগান সামরিক সূত্রের দাবি, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে সীমান্তবর্তী বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে পাকিস্তানি সেনারা এ হামলা চালায়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক আফগান সামরিক কর্মকর্তা বলেন, “ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি।” তবে পাকিস্তানের সেনাবাহিনী এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত মাসের শুরুতে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের মৃত্যু হয় বলে জানায় জাতিসংঘ। নিহতদের মধ্যে ৫০ জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক। এই সংঘাতকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশই একে অপরকে অভিযুক্ত করছে এবং পাল্টা হামলায় লিপ্ত হচ্ছে।
সংঘাত নিরসনের লক্ষ্যে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। তবে গত সপ্তাহে তুরস্কে চুক্তির চূড়ান্ত আলোচনায় অচলাবস্থা দেখা দেয়।
উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে “অবিশ্বাসী আচরণের” অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার নতুন দফা শুরুর কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আলোচনা ভেস্তে গেলে আবারও সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে দুই পক্ষই হুঁশিয়ারি দিয়েছে।
সূত্র: এএফপি