
ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের চাপে মোস্তাফিজুর রহমানকে ২০২৬ সালের আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এই সিদ্ধান্তের পরই বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দিয়েছে। ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ সব ম্যাচ খেলতে ভারতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে সম্প্রতি এই ঘটনার পর বাংলাদেশ দল ভারতে ম্যাচ খেলতে যেতে চায় না। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ এক্স (টুইটারের নতুন নাম) এ লিখেছেন, “বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ২০২৬ সালের আইপিএলের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। অবাক হওয়ার বিষয়, ভারত শেখ হাসিনাকে জায়গা দিতে পারে কিন্তু মোস্তাফিজকে আইপিএলে খেলতে দিতে পারছে না।”
তিনি আরও লিখেছেন, “খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারে। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত রয়েছেন।”