
সিলেট টাইটান্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং শুরু থেকেই চাপে ছিল। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। নাসুম আহমেদের ঝড়ো বোলিংয়ে নোয়াখালী দল মাত্র ১৪ ওভার ২ বল খেলে ৬১ রানে অলআউট হয়ে যায়। এই স্পিনার ৫ উইকেট শিকার করেন।
সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী। দলের মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ বলে ২৫ রান করেন, আর হাবিবুর রহমান সোহান ১৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
দলকে খেলে রাখার চেষ্টা করলেও চার ব্যাটারই সাজঘরে ফেরেন প্রথমেই। মাত্র ৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারানো নোয়াখালীর দুর্দশা ৪ ওভারের মধ্যে নাসুমের ৫ উইকেটের জাদুতে আরও ভাড়িপ্রাপ্ত হয়।
৬১ রানে অলআউট হওয়ার পর নোয়াখালী বিপিএলে সর্বনিম্ন দলীয় রান তালিকায় চতুর্থ স্থানে চলে আসে। এই তালিকায় সর্বোচ্চ রান ছিল খুলনার ৪৪, যা তারা ২০১৬ সালে রংপুরের বিরুদ্ধে অর্জন করেছিল।