বাংলাদেশ ক্রিকেট দল ইউএইকে ১৯২ রানের টার্গেট দিয়েছে


বাংলাদেশ ক্রিকেট দল ইউএইকে ১৯২ রানের টার্গেট দিয়েছে

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফলে শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ।

পরে লিটন দাস কে ওয়ান ডাওনে দিয়ে ওপেনিংয়ে নামে ইমন ও তানজিদ হাসান তামিম।

 প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম। তবে সাজঘরে ফিরেছেন উইকেটে থিতু হওয়ার আগেই। 

তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ একটি ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশের অধিনায়ক। ৮ বলে ১১ রান করেন তিনি। পাওয়ার প্লে'তে বাংলাদেশ করে দুই উইকেটে ৫৫ রান।

পরে পাজভেজ হোসেন ইমন ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন মাত্র ২৮ বলে। এর মধ্যে তার এক ওভারে তিনটি ছয় ছিল দর্শকদের চোখ জোড়ানো। তার ফিফটিতে ভর করে ৯ ওভাবের কোটায় ১০০ পার করে বাংলাদেশ দল।

পরে তার শতক হয় এই ম্যাচে। তার শতকেই বাংলাদেশ দল আরব আমিরাতকে ১৯২ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ। 

দলের তিনি একমাত্র ব্যাটার  হিসেবে ৩০ প্লাস রান করেছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×