সরকার পতনের পর গ্রেফতার, ছাড়া পেয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ


সরকার পতনের পর গ্রেফতার, ছাড়া পেয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ
মো. রকিবুল হাসান

ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল হাসান ওরফে রনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। গণমাধ্যমের কাছেও পদত্যাগপত্র পাঠিয়ে ছাত্রলীগের আর কোনো কার্যক্রমে নিজেকে জড়াবেন না বলে জানিয়েছেন।

রকিবুল হাসান ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের বাসিন্দা। পৌর ছাত্রলীগের এই সভাপতি সরকার পতনের পর গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নিজ এলাকা থেকে গ্রেফতার হন। বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ১২ দিন কারাভোগের পর জামিনে বের হন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করে।

পদত্যাগপত্রে মো. রকিবুল হাসান উল্লেখ করেছেন, ‘আমি একান্ত ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। পরবর্তী আমি সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে জড়াব না।’ 

তিনি পদত্যাগপত্রটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

রকিবুলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, একবার গ্রেফতার হওয়ার পর জামিনে বের হলেও গ্রেফতার আতঙ্কে ছিলেন রকিবুল। এ কারণে পরিবার ও স্বজনেরা উৎকণ্ঠায় থাকেন। ওই অবস্থায় গ্রেফতার ও আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি থেকে বাঁচতে রাজনীতি থেকে সরতে চাপ শুরু করে পরিবার।

রকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘বাবা শুধু কান্নাকাটি করে। উদ্ভূত পরিস্থিতে পারিবারিক সমস্যায় পদত্যাগ করেছি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×