সহজ জয়ে সিরি ‘আ’ টেবিলের শীর্ষে নাপোলি


সহজ জয়ে সিরি ‘আ’ টেবিলের শীর্ষে নাপোলি

ইতালিয়ান সিরি ‘আ’ লিগে সহজ জয় পেয়েছে নাপোলি। রোববার (২৯ সেপ্টেম্বর) ঘরের মাঠে মোনজা’কে ২-০ গোলে হারিয়েছে তারা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে নাপোলি। সমান সংখ্যক ম্যাচে ইউভেন্তাসের চেয়ে এক পয়েন্ট বেশি তাদের।

ম্যাচের প্রথমার্ধে দুই গোলের লিডের পর সফরকারীদের চেপে ধরে নাপোলি। স্বাগতিকদের আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় পার করে মোনজা। খেলার ২২ মিনিটের মাথায় ডেডলক ভাঙে লিগ টপার’রা। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মাতিও পলিতানো। এরপর বাঁ-পায়ের শটে বল জালে পাঠিয়ে দলকে ১-০ গোলের লিড এনে দেন এই ইতিালিয়ান স্ট্রাইকার।

ম্যাচের ৩৩তম মিনিটে আবারও আনন্দে ভাসে স্বাগতিকরা। বক্সের ভেতর টমিনে’র ক্রসে বল পেয়ে জোড়ালো নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন খভিচা কাভারাটস্থেলিয়া। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখায় নাপোলি। তবে গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নাপোলি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×