
ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে গেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস ছাড়িয়ে দোয়েল চত্বরে পৌঁছালে প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়ে। তবে অংশগ্রহণকারীরা ব্যারিকেড উপেক্ষা করে সামনে এগিয়ে যান।
এরপর হাইকোর্ট সড়কের সামনে দ্বিতীয় দফায় পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হলেও সেটি সরিয়ে মিছিলটি অগ্রসর হয়। পরে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের কাছে তৃতীয় ব্যারিকেডে এসে মিছিলটি থেমে যায়।
এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, যারা ওসমান হাদির ওপর হামলা করেছে এবং যারা এর পেছনে পরিকল্পনায় যুক্ত ছিল—সবার গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিষিদ্ধ লীগের নেতাদেরও গ্রেপ্তার দাবি করেন তিনি। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।
তিনি সতর্ক করে বলেন, এর মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে।