
বাংলাদেশ জাতীয়তাবাদী দল শনিবার তার সমন্বিত আন্দোলনের অংশীদারদের আশ্বস্ত করেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের জন্য আসন বণ্টন ১৮ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে।
এই আশ্বাস দিয়েছে বিএনপি রাজধানীর গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ে ৩৩ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে। এই ৩৩ দল আওয়ামী লীগ শাসনের সময় বিএনপির সঙ্গে সমন্বিত আন্দোলনে অংশগ্রহণ করেছিল।
বৈঠকের উদ্দেশ্য ছিল বিএনপির ৩০০ আসনের মধ্যে ২৭২টিতে প্রার্থী ঘোষণা করার পর অংশীদারদের মধ্যে শঙ্কা ও অবিশ্বাস কমানো এবং সমন্বয় জোরদার করা। অংশীদাররা আশঙ্কা প্রকাশ করেছিলেন, বিএনপি একতরফা সিদ্ধান্ত নিয়ে কো-অ্যালায়েন্স নীতি থেকে দূরে সরে যেতে পারে, বিশেষ করে এমন প্রার্থী ঘোষণায় যেগুলো ঐতিহ্যগতভাবে জোটের সিনিয়র নেতাদের আসন হিসেবে ধরা হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নাজরুল ইসলাম খান, আমীর খাসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। অংশীদারদের মধ্যে গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, জাতীয়তাবাদী সমন্বয় জোট ও ১২ দলীয় জোটের নেতৃবৃন্দও ছিলেন।
সূত্র: বিবিসি বাংলা