
সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে আবেই এলাকায় বাংলাদেশের শান্তিরক্ষীরা এই হামলার শিকার হন। এতে ছয়জন নিহত হন এবং আরও আটজন গুরুতর আহত হন।
ডা. শফিকুর রহমান বলেন, "বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।" তিনি নিহতদের আত্মত্যাগকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, "জাতিসংঘের অধীনে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, পূর্ব তিমুর, সিয়েরা লিওন, সোমালিয়া ও দক্ষিণ সুদানসহ নানা দেশে বাংলাদেশের শান্তিসেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে।"
ডা. শফিকুর রহমান নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া জানান। এছাড়া তিনি বাংলাদেশ সরকার ও জাতিসংঘকে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আহ্বান জানান এবং বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য পদক্ষেপ গ্রহণের প্রস্তাব রাখেন।