
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই নেতার চিকিৎসকদের অভিযোগ, ভারত থেকে ফোন করে তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে রোববার (১৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসক বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, “হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।”
এদিকে চিকিৎসা কার্যক্রমে যুক্ত চিকিৎসকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে চিকিৎসক বলেন, “আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের নাম্বার পাবলিক করে দেয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।”
হাদির চিকিৎসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন চিকিৎসক। তিনি জানান, “ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”
চিকিৎসক আরও বলেন, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে। তবে রোগীর শারীরিক অবস্থা বিদেশে স্থানান্তরের মতো পর্যাপ্ত স্থিতিশীল কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।