
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান। তিনি ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক। অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানায়, ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান। তিনি বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক।
দ্য ডিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের জামিন আবেদনের নথি বিশ্লেষণ করে এ পরিচয় নিশ্চিত করা হয়েছে। আদালত থেকে সংগৃহীত পিটিশনের কপি ও ওকালতনামায় থাকা তথ্যের সঙ্গে মো. মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের ছবি ও ব্যক্তিগত তথ্য মিলিয়ে এই নিশ্চিতকরণ করা হয়।
গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত নম্বর ব্যবহার করে দ্য ডিসেন্ট মাহফুজার রহমানের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল, ফয়সাল করিমের পিটিশনকারী আইনজীবী হিসেবে যাঁর নাম রয়েছে তিনি কি সেই ব্যক্তি। উত্তরে মাহফুজার রহমান জানান, তিনি সেই ব্যক্তি নন।
এ সময় আরও জানতে চাওয়া হয়, জামিন আদেশের কপিতে ‘Kaisar Kamal, Advocate’ নামে যাঁর উল্লেখ রয়েছে, তিনি কি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জবাবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘স্যার এত বড় মাপের আইনজীবী, তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না।’
সেদিন আদালত বন্ধ থাকায় পিটিশন ও ওকালতনামার কপি সংগ্রহ করে তার বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি। তবে রোববার আদালত থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে দেখা যায়, আগের দিন দ্য ডিসেন্টকে দেওয়া তথ্য সঠিক ছিল না।
আদালতের নথিতে ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়ের করা পিটিশনে আইনজীবী হিসেবে ‘মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)’ নাম, মোবাইল নম্বর ও মেম্বারশিপ আইডি উল্লেখ রয়েছে, যা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা একই নামের আইনজীবীর তথ্যের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়।
এ ছাড়া জামিনের পক্ষে দাখিল করা এফিডেভিটেও আইনজীবী হিসেবে মো. মাহফুজার রহমানের নাম, মোবাইল নম্বর, মেম্বারশিপ আইডি এবং ছবি সংযুক্ত রয়েছে। এফিডেভিটে থাকা প্রতিকৃতি ছবিটি ‘Md Mahfujar Rahman (Eliyash)’ নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে হুবহু মিলে যায়।
ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় দেখা গেছে, মাহফুজার রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে কায়সার কামালের সঙ্গে তোলা ছবি তিনি নিজের প্রোফাইলে প্রকাশ করেছেন এবং একাধিক পোস্টে তাকে ‘স্যার’ ও ‘প্রিয় অভিভাবক’ হিসেবে উল্লেখ করেছেন, যেগুলো দ্য ডিসেন্ট সংরক্ষণ করেছে।
২০২৪ সালের ১৯ নভেম্বর কায়সার কামালের একটি ছবি পোস্ট করে মাহফুজার রহমান লিখেছিলেন, ‘অভিনন্দন প্রিয় অভিভাবক Barrister Kayser Kamal স্যার। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সম্মানিত সদস্য। আপনার সফলতা কামনা করছি।’
রোববার সকালে আদালত থেকে সংগৃহীত জামিন পিটিশন ও এফিডেভিটে তার নাম, আইডি ও ছবি থাকার বিষয়ে জানতে চাইলে মাহফুজার রহমান বলেন, ‘আমি আদালতে আছি, বের হয়ে কল দিচ্ছি।’ তবে প্রায় আধা ঘণ্টা পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, শনিবার দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ফয়সাল করিম মাসুদের জামিন আদেশের কপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা যায়, ‘অ্যাডভোকেট কায়সার কামাল’ ও ‘অ্যাডভোকেট মাহফুজুর রহমান’-এর আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকার্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলী ফয়সাল করিম মাসুদকে ছয় মাসের জামিন দেন।
এই আদেশ প্রকাশের পর ‘অ্যাডভোকেট কায়সার কামাল’-এর রাজনৈতিক পরিচয় নিয়ে অনলাইনে বিতর্ক শুরু হয়। কেউ দাবি করেন তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল, আবার কেউ তা অস্বীকার করেন। অনুসন্ধানে দ্য ডিসেন্ট দেখতে পায়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকায় ‘কায়সার কামাল’ নামে মাত্র একজন আইনজীবী রয়েছেন এবং তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালই।