
উন্নত চিকিৎসার আশায় দেশের বাইরে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে। আগামীকাল সোমবার সিঙ্গাপুরে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে তার পরিবার ও সংশ্লিষ্ট একাধিক সূত্র।
রোববার সকালে প্রাপ্ত তথ্যে জানা যায়, চিকিৎসকদের মূল্যায়নে বর্তমানে তাকে বিদেশে স্থানান্তরের উপযোগী অবস্থায় রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, শারীরিক কিছু জটিলতা স্থিতিশীল থাকলেও স্নায়ুবিষয়ক সমস্যাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বোর্ডের সদস্য ডা. আহাদ বলেন, “ফুসফুস আগের মতই আছে। লাইফ সাপোর্ট দিয়ে শ্বাস প্রশাস চলছে। কিডনিও কাজ করছে। মূল সংকট এখন মস্তিষ্কের ইস্যু।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হবে এবং এ সংক্রান্ত ভিসা ও আনুষঙ্গিক প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। এই সফরে তার সঙ্গে থাকবেন ভাই আবু বকর সিদ্দীক।
ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি ঘটার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর আশ্বাস দেন। এ লক্ষ্যে তার পরিবার এবং ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।