
ঢাকা-১০ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল গতকাল ঘোষণা করা হয়েছে। এর আগে, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর থেকে তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন তা নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল।
ফেসবুক পোস্টে আসিফ একটি ভিডিওও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ, স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠা; নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন, “এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।”