
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলে অবস্থিত একটি জাদুঘর থেকে গত সেপ্টেম্বর মাসে এক রাতে ৬০০-টিরও বেশি নিদর্শন চুরি হয়ে গেছে। পুলিশ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
অ্যাভন ও সমারসেট পুলিশ জানিয়েছে, চুরির ঘটনা ঘটেছে ২৫ সেপ্টেম্বর, রাত ১টা থেকে ২টার মধ্যে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি টুপি বা হুডি পরে জাদুঘরের বাইরে ভারী ব্যাগ বহন করছিলেন। পুলিশ মনে করছে, এই চারজনই চুরিতে অংশ নিয়েছে এবং তাদের ধরতে জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে।
ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ কালেকশন থেকে চুরি হওয়া নিদর্শন নিয়ে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘৬০০-টিরও বেশি নিদর্শন অপরাধীরা নিয়ে গেছে।’ তদন্ত কর্মকর্তা ড্যান বার্গান বলেন, ‘যেসব সামগ্রী চুরি হয়েছে, তার অনেকগুলোর সাংস্কৃতিক মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শহরের জন্য বড় ক্ষতি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এই সামগ্রীগুলোর অধিকাংশই জাদুঘরকে দান করা হয়েছিল। এগুলো এমন এক সংগ্রহের অংশ, যা ব্রিটিশ ইতিহাসের বহুস্তরীয় দিককে তুলে ধরে।’
চুরি হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে সামরিক পদক, অলঙ্কার, ব্যাজ, পিন, খোদাই করা হাতির দাঁতের অলঙ্কার, রূপার তৈরি সামগ্রী এবং ব্রোঞ্জের মূর্তি। এছাড়া ভূতাত্ত্বিক নমুনাসহ প্রাকৃতিক ইতিহাসের কিছু মূল্যবান সামগ্রীও চোরদের হাতে চলে গেছে।
উল্লেখযোগ্য, ২০২৩ সালের আগস্টে লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম জানিয়েছিল, তাদের বিশ্বখ্যাত সংগ্রহ থেকে এক প্রাক্তন কর্মচারী প্রায় ১ হাজার ৮০০টি নিদর্শন নিয়ে যায়। পরবর্তীতে কয়েকশ’টি সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়। ওই বছরেরই আগস্টে মিউজিয়ামের পরিচালক হার্টভিগ ফিশার পদত্যাগ করেন। তিনি স্বীকার করেন, নিখোঁজ সামগ্রীর ব্যাপারে সতর্কবার্তা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল।